সাহিত্য কন্ঠ:
সাহিত্য কন....." /> সাহিত্য কন.....">
সাহিত্য কন্ঠ:
শুভ জন্মদিন ???? কবি রেজাউদ্দিন স্টালিন
-
আজ ২২ নভেম্বর, বিশিষ্ট কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন। তিনি আশির দশকের অগ্রগণ্য কবি হিসেবে বিবেচিত। তার রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ৪৭টি। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন এই কবি।
১৯৬২ সালের এই দিনে বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন। তার বাবা শেখ বোরহানউদ্দিন আহমেদ ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা রেবেকা সুলতানাও শিক্ষিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। তার দুই বোন সুহিতা সুলতানা ও সেতারা এলিন।
স্টালিনের শৈশব কাটে নলভাঙ্গা গ্রামে। পরবর্তীতে তারা সপরিবারে কালিগঞ্জ শহরে চলে যান। ১৯৬৯ সাল থেকে তারা কালিগঞ্জ থেকে যশোর নতুন উপশহরে চলে যান এবং সেখানে উপশহরের ডি ব্লকের ২২৩ নম্বর বাসাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শৈশবেই কবিতা লেখায় হাতেখড়ি তার। ১৯৭০ সালে মাত্র আট বছর বয়সে তার প্রথম কবিতা ‘শপথ’ প্রকাশিত হয়েছিল শতদল নামক সাহিত্য পত্রিকায়।
স্টালিন রচিত প্রথম কাব্যগ্রন্থ ফিরিনি অবাধ্য আমি। সবমিলিয়ে তার রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ৪৭টি। এগুলোর মধ্যে আর্শীবাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে ইত্যাদি উল্লেখযোগ্য। তার সর্বশেষ কাব্যগ্রন্থ তদন্ত রিপোর্ট। রেজাউদ্দিন স্টালিনের কবিতায় বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নিয়তিবাদ গ্রিক মিথ ও পুরানের সংমিশ্রন, পরিপুষ্ট আন্তর্জাতিকতাবাদ, রাজনীতি, সমকালীন প্রসঙ্গ, লোকজ ও নাগরিক জীবনের বিবিধ অনুষঙ্গের ছড়াছড়ি। কবিতার চেয়েও কখনও বা কবি নিজেই হয়ে ওঠেন নিজের প্রতিদ্বন্দ্বী। কবিতা, উপন্যাস, ভ্রমন-গদ্যে এই কবি নিজেকে যেন খোলা বইয়ের মতো মেলে ধরেছেন পাঠকের সামনে। আর এ কারণেই নিজস্ব স্বত্বায় তিনি তার সমকালীন কবিদের চাইতে অনেকখানি এগিয়ে। কবিতা লেখায় তার কোনও আলিস্যি নাই। এ কারণেই দেশ বিদেশের নানা পত্রিকায় দু হাতে লিখে চলেছেন এই কবি।
কবিতার পাশাপাশি গদ্য লেখাতেও সিদ্ধহস্ত স্টালিন। তার একমাত্র প্রবন্ধ গ্রন্থের নাম রবীন্দ্রনাথ আরোগ্য। বাচ্চাদের জন্য প্রকাশ করেছেন ছড়ার বই হাঁটতে থাকো। স্টালিন রচিত একমাত্র উপন্যাসের নাম সম্পর্কেরা ভাঙ্গে। তার কবিতার একক সিডি ‘আবার একদিন বৃষ্টি হবে’র সবগুলো কবিতা আবৃত্তি করেছেন প্রদীপ ঘোষ। অনুবাদক জাকারিয়া সিরাজী সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন নামে একটি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন। রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে।
আজ কবির ৫৯তম জন্মদিবসে জানাই অশেষ শ্রদ্ধা ও অভিবাদন। শুভ জন্মদিন তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন। আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সফলতা কামনা করছি।
নিজস্ব প্রতিবেদক : উৎপাদন ও সরবরাহের পাশাপাশি সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে দেশের ভোজ্যতেল আমদানিক.....
সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখা.....
নিজস্ব প্রতিবেদক ।। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদকে সভাপতি ও .....
নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ঠিকানা বিহীনদের স্থায়ী ঠিকানা.....
নিজস্ব প্রতিবেদক।। রাইসিনা ডায়ালগের প্রথম দিনেই মালদ্বীপের স্পিকার এবং মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি ম.....
নিজস্ব প্রতিবেদক ।। সারাদেশের আট লক্ষের ওপরে ভূমিহীন, গৃহহীন রয়েছে তাদের প্রত্যেককেই স্থায়ী বাড়ি করে দেওয়া .....
স্টাফ রিপোর্টার ।। শনিবার রাত ৩টা। মানুষে ঠাসা কমলাপুর রেলওয়ে স্টেশন কাউন্টার চত্বর। সেখান থেকে সড়কে ঠেকেছ.....
স্টাফ রিপোর্টার ।। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সমস্ত প্রতি.....
অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। .....
লাখোকণ্ঠ অনলাইন ।। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট পেতে আজও কমলাপুরে ভিড় করছেন টিকিটপ্.....
অনলাইন ডেস্ক ।। ৫ মে ছুটি হলে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পাবেন। কিন্তু এ ছুটিট.....
লাখোকণ্ঠ অনলাইন ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদে.....