লাখোকন্ঠ অনলাইন ডেস্কঃ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমরা কথা দিতে পারি, এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সব ধরনের চেষ্টা করব। যারা এই স্বাধীনতা নস্যাৎ করার চেষ্টা করবে, আমরা জেগে আছি, জাতির ক্রান্তিকালে অবশ্যই তাদের প্রতিহত করা হবে।’
বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, ‘জাতির পিতার ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র চলছে, সেটা কেউ করতে পারবে না। এই দেশে থাকতে হলে বঙ্গবন্ধুর আদর্শ মানতে হবে, তাঁকে স্বীকার করতেই হবে। যারা মানবে না তারা ও তাদের পরিবার এই দেশে থাকতে পারবে না। স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ করেছিল পুলিশ বাহিনী, এটাই আমাদের অহংকার। পুলিশের শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বুকে ধারণ করে কাজ করলে তাঁদের আত্মা শান্তি পাবে।’
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশের অবসরপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডল বলেন, ‘বিজয় দিবস, বাংলাদেশের পতাকা, স্বাধীনতা ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। একটি ছাড়া অন্যটি চলে না। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে চেনে না কিন্তু বঙ্গবন্ধুকে ঠিকই চেনে। তাঁর সম্মান আমাদের রক্ষা করতেই হবে।’
বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দীন আহমেদ বীরবিক্রম বলেন, ‘বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশ, জাতীয় পতাকা, স্বাধীনতা ও সংবিধানকে অপমান করা। বঙ্গবন্ধুর সম্মান রক্ষার জন্য প্রয়োজনে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। রাজারবাগ থেকেই প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে বাংলাদেশ পুলিশ বাহিনী। ১৯৭১ সালের ৭ মার্চের কয়েকদিন পরই রাজারবাগে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়, এটি পুলিশের একটি অর্জন।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মোট ১৬ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। আগত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে কয়েকজন সদস্য মহান মুক্তিযুদ্ধকালীন তাদের দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণা করেন। এই সময়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করোনাকালে সাড়ে ১০ লাখের বেশি .....
নিজস্ব প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দিষ্ট কিছু কর্মকর্তাদের সতর্ক করে বলেছে.....
লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি করতে পারবো। কাজেই এর.....
লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক:
পেটেন্ট (স্বত্ব) না মানার শাস্তি বাড়ছে। শাস্তি বাড়িয়ে ‘বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২.....
লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে। আর ব.....
লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক:
দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৮ ফেব্রুয়ারির পর জানানো হবে বলে.....
লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য করোনাভাইরাসের টি.....
লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক:
২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বল.....
লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকা নেয়ার পর শারীরিকভাবে খুবই অসুস্থ হয়.....
লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক .....
লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:
আগামী ৮ই ফাল্গুন ১৪২৭/২১শে ফেব্রুয়ারি ২০২১ রবিবার শহিদ দিবস এবং আন্তর্জাতিক.....
লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক:
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় একুশে পদ.....