হাসানুজ্জামান, রাজশাহীঃ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ডজনখানেক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলে। এমনকি টিকিট ছাড়াই ট্রেনে উঠে গিয়ে জিআরপি পুলিশ বা ট্রেন কর্মচারিদের সঙ্গে চুক্তি করে ভ্রমণ করতে দেখা গেছে যাত্রীদের। এ কাজে তাদের সহযোগিতা করছে এক দালাল সিন্ডিকেট।কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির বিষয় নিয়ে বেশ আলোচনার মধ্যেই রাজশাহী থেকে চলাচলকারি ট্রেনে পাওয়া গেছে এমন চিত্র। দালালরা প্রথমে চুক্তি করে যাত্রীকে ট্রেন কর্মচারি বা পুলিশের কাছে পাঠায়। ট্রেন ছাড়ার পর ফাকা আসনে বসিয়ে দেয়া হয় তাদের।রাজশাহী স্টেশন ঘিরে গড়ে ওঠা একাধিক টিকিট কালোবাজারি চক্রের অপতৎপরতার কারণে সাধারণ যাত্রীদের ট্রেনের টিকিট না পাওয়া নিয়ে অনেক অভিযোগ উঠে। এমনকি সেই চক্রের সঙ্গে রাজশাহী রেলস্টেশনের এক বুকিং সহকারী জড়িত থাকার তথ্যও পাওয়া যায়।এ ঘটনার পরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে নতুন মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই মাঠে নেমে তদারকি শুরু করেন। বিভিন্ন সময়ে স্টেশনে গিয়ে টিকিটের খোঁজ নেওয়াসহ ট্রেন ছাড়ার আগে টিকিট চেক করে প্লাটফর্মে প্রবেশ করতে দিচ্ছেন যাত্রীদের কিন্তু এতকিছুর পরেও ট্রেনে থাকছে অতিরিক্ত যাত্রী।করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে গত ১৫ জানুয়ারি থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহন শুরু করা হয়। যাত্রীদের আসনের ক্ষেত্রে একটির পরে একটি করে ফাকা রেখে আসন বিন্যাস করা হয়। কিন্তু ট্রেনে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। সরেজমিনে বিভিন্ন ট্রেনের বগিগুলোর আসনের সবগুলোতেই যাত্রীদের থাকতে দেখা যায়। ট্রেনের গেটে গেটে টিকিট ছাড়া ট্রেনে ওঠা যাত্রীদের জটলা করে দাড়িয়ে থাকতে দেখা যায়। পরে তাদের ফাঁকা আসনে বসিয়ে দেয়া হচ্ছে। কিছু যাত্রীদের আবার পুলিশের সঙ্গে চুক্তি করে তাদের জন্য নির্ধারিত প্লাস্টিকের টুল নিয়ে বসে থাকতে দেখা যায়। বেলা ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে দেখা মেলে এমন চিত্র। ট্রেনের গেটে পুলিশের জন্য নির্ধারিত আসনে তিন যুবককে বসে থাকতে দেখে তাদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তারা টিকিট ছাড়াই উঠে ট্রেনে থাকা ডিউটিরত জিআরপি পুলিশের সঙ্গে চুক্তি করেছেন বলে তথ্য দেন। তবে তাদের পরিচয় ও ছবি নেওয়া হলেও তা প্রকাশ করতে দিতে অনিচ্ছা প্রকাশ করেন তারা। তবে জিআরপি পুলিশের এক সদস্যকে দেখা গেছে হাতে করে বেশকিছু প্লাাস্টিকের টুল ও সাথে টিকেট বিহীন যাত্রীদের নিয়ে ১ নং প্লাটফর্ম হয়ে জিআরপি গেট পার করে দিচ্ছেন। পরে তার পরিচয় জানতে চাইলে ও চুক্তির বিষয়ে বলা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে পরিচয় না দিয়ে চলে যান।এ ঘটনার পরে টিটি ও গার্ড টিকিট চেক করতে আসার কিছুটা সময় আগে এক স্টেশনে ট্রেন থামলে খাবার গাড়ির দুইজন লোক এসে পেছনে থাকা চুক্তিতে ওঠানো কয়েক জনকে নেমে প্রথমের বগিতে গিয়ে উঠে যেতে বলে। এর ফলে টিটি ও গার্ড যখন টিকিট চেক করতে আসেন তখন চুক্তিকৃতদেরকে আর দেখতে পান না।এ বিষয়ে জানতে চাইলে ট্রেনের টিটি জানান, অতিরিক্ত যাত্রিদের সবার টিকিট করে দেয়া হয়েছে। কারও চুক্তি করে যাত্রি ওঠানোর ক্ষমতা নেই। আর এসব টুলগুলো তাদের নিজেদের বসার জন্য দেয়া হয়।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন ছাড়ার আগে যাত্রিদের টিকিট চেক করে প্লাটফর্মে প্রবেশ করানো হচ্ছে কিন্তু চুক্তির বিষয়টি নিয়ে আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে এই কাজে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন। ছবি-লাখোকন্ঠ
লাখোকন্ঠ প্রতিবেদন: মৎস্য ও প্রাণ.....
লাখোকন্ঠ প্রতিবেদন: অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজ.....
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বো.....
বাঁ থেকে- জামিল আহমদ, ওয়াই এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম ও মো. হুমায়ুন কবির
লাখোকন্ঠ প্রতিবেদন: বাংলাদ.....
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : পিআইডি লাখোকন্ঠ প্রতিবেদন: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি .....
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন দুপুরে বাণিজ্যমন্ত্রী। ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: রমজানে দ্র.....
ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যম.....
ইসি ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি সংগ.....
ছবি : ইউএনবি
লাখোকন্ঠ প্রতিবেদন: সামনে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত.....
ছবি-জাতীয় সংসদ
লাখোকন্ঠ প্রতিবেদন: দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। মঙ্.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার প্রকল্প বাদ দেওয়ার বিষ.....
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....