মোঃ ফজলুল হক, পাবনা ।। পাবনার ঈশ্বরদী লিচুর রাজধানী হিসেবে পরিচিত। এ অঞ্চলের রসালো মিষ্টি লিচুর দেশব্যাপী বেশ কদর রয়েছে। এবারের লিচুর বেশ বাম্পার ফলন হয়েছে। তবে দাম নিয়ে চাষীদের মিশ্রপ্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বাজারদরকে স্বাভাবিক বললেও অনেকেই হতাশার কথা জানিয়েছেন। এদিকে ঈশ্বরদী সহ আশেপাশের লিচুর হাটগুলোতে বেচাকেনা বেশ জমেছে উঠেছে। জেলার সবচেয়ে বড় লিচুর হাট আওতাপাড়ায়। ভোরের আলো উঠার আগেই হাটে বেচাকেনা শুরু হয়ে চলে সকাল ৮টা পর্যন্ত। বাজারে আটি লিচুর আসলেও বোম্বাই জাতের লিচু বাজারে আসতে আরও দুই থেকে তিনদিন সময় লাগবে বলে জানিয়েছেন চাষিরা। সরেজমিনে সকালে ঈশ্বরদীর শিমুলতলা হাট, আওতাপাড়া হাট ও ছলিমপুর হাটে গিয়ে দেখা যায়, আটি জাতের লিচুর প্রকারভেদে ১২০০-১৮০০ টাকা পর্যন্ত কৃষকদের থেকে আড়তদাররা ক্রয় করছে। আড়তদার থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা ক্রয় করছে। লিচুর এই রাজধানী জুড়ে বিদেশি হাইব্রিড বোম্বে লিচু ও দেশীয় আটি জাতের লিচুর বাগান করা হয়েছে। ইতোমধ্যে বাগান মালিক ও ব্যবসায়ীরা দেশীয় প্রজাতির আটির লিচু ভাঙতে শুরু করেছেন। বোম্বাই লিচু ভাঙনে এখনো কয়েকদিন সময় লাগবে। প্রায় বাজারের আনাচে কানাচে লিচুর সমারহ শোভা পাচ্ছে। জানা যায়, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর, মানিকনগর, জয়নগর, মিরকামারি, আওতাপাড়া, বাঁশেরবাদা, সদর উপজেলার চকউগ্রগড়, জোয়ারদহ, হামিদপুর, জয়কৃষ্ণপুর, উগ্রগড়, মৌগ্রাম, আটঘরিয়া উপজেলার গোপালপুর, ত্রিমোহন, পরানপুর, হিদাশকোল, চাচকিয়া, ষাটগাছা, ডেঙ্গারগ্রামসহ বিভিন্ন গ্রামে ঢুকলেই চোখে পড়বে সারিসারি এমন লিচুর বাগান। সারাদেশের লিচুর চাহিদার একটি বড় যোগান আসে এসব গ্রাম থেকে। প্রতিবছর ৬ থেকে ৭শ’ কোটি টাকার লিচু বিক্রি হয় এই জেলা থেকে। ঈশ্বরদী উপজেলা কৃষি সূত্রে জানা যায়, জেলার ঈশ্বরদী পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩ হাজার ১৫০ হেক্টর জমিতে লিচু গাছ রয়েছে ২ লাখ ৮৩ হাজার ৫০০ টি। বিঘা প্রতি ২০টি থেকে ১৫টি গাছ অর্থাৎ ১ একর জমিতে ৪২টি, ১ হেক্টর জমিতে ৯০টি গাছ হয়। লিচু আবাদি কৃষকের সংখ্যা ৯ হাজার ৬২০ জন। বাণিজ্যিক আকারে বাগান ২ হাজার ৬০০ হেক্টর জমিতে। বিচ্ছিন্নভাবে বসতবাড়িতে আবাদ রয়েছে ৫৫০ হেক্টর। ফলন্ত আবাদি জমির পরিমাণ ২ হাজার ৮৩৫ হেক্টর জমি। এদিকে ঈশ্বরদী আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, এবার লিচুর ভরা মৌসুমে প্রায় প্রতিদিন সকাল ১০টা বাজতে না বাজতেই ঈশ্বরদীর সর্বো”চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি অতিক্রম করে, দুপুর নাগাদ ৩৬ থেকে ৩৮-৪০ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করেছে। ফলে এই আবহাওয়া লিচুর জন্য প্রতিকুল ছিল। ফলে গাছে প্রচুর লিচু আসলেও আকারে ছোট হয়েছে। ঈশ্বরদীর চরমিরকামারী লিচু চাষী ঈসমাইল হোসাইন সরদার জানান, তার ১২ বিঘার উপরে একটি লিচু বাগান আছে। প্রতি বছর ১৫ থেকে ২০ লাখ টাকার লিচু বিক্রি করেন তিনি। এ বছর ফলন ভাল হয়েছে। আটি জাতীয় লিচুর দাম আমানুরুপ একটু কম হলেও বোম্বাই লিচুতে অধিক দাম পাওয়ার আশা ব্যাক্ত করেন তিনি। ঈশ্বরদীর জয়নগর হাটে কথা হয় আওতাপাড়ার লিচু চাষি বাদশা মোল্লার সাথে। তিনি বলেন, ৩০ বিঘা জমির উপর ৭৮ টি লিচু গাছ রয়েছে। ১০ বিঘিা জমিতে আটি জাতের লিচুর আবাদ রয়েছে। বাকি বাগানগুলোতে বোম্বাই লিচু চাষ হয়েছে। আটি জাতের লিচুর মধ্যে ৬ বিঘা লিচু বাজারে এনে বিক্রি করে দিয়েছি।দাম কম হলেও ফলন ভাল হওয়াতে খরচ যোগাতে তেমন সমস্যা হবে না। আওতাপাড়া হাটে কথা হয় বরিশাল থেকে আসা বোরহান উদ্দিনের সাথে। তিনি বলেন, ‘প্রতি বছরই আমি এখানে এসে লিচু কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি। আমার এসব লিচু খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা অঞ্চলে পাঠানো হয়। এবার বাগানে ফলন ভালো হওয়ায় বাজারে প্রচুর লিচু আসছে। দামও মোটামুটি নাগালের মধ্যেই আছে। এদিকে লিচুর ভাঙতে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে। এতে অনেক বেকার যুবক ও শিক্ষার্থীদের আয়ের পথ তৈরি হয়েছে।ষ্কুল থেকে ছুটি নিয়ে লিচু বাগানে ভোর থেকে সন্ধা পর্যন্ত শ্রমিকের কাজ করছে। বাড়ির অনেক বয়স্ক, মধ্য বয়সী নারীদেরও লিচুর পাতা ছেঁড়ার কাজ করতে দেখা গেছে। আসমা খাতুন নামের এক নারী বলেন, এসময় বাড়িতে তেমন কাজকর্ম নেই, তাই বাড়ির পাশে লিচু বাগানে আটি বাঁধা ও পাতা ছেঁড়ার কাজ করছি। সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এখানে কাজ করে ৩শ থেকে সাড়ে ৩শ টাকা পাই। ঈশ্বরদীর বাঁশেরবাদা উ”চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সোহান বলেন, এখন আমার স্কুল ছুটি রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, তাই ছুটির মাঝে লিচুর বাগানে কাজ করছি। প্রতিদিন ৫শ টাকা করে হাজিরা পাই। এতে পড়ালেখার কিছু খরচ জোগাড় হয়। পাবনা জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সহকারি উপপরিচালক কর্মকর্তা আব্দুল লতিফ জানান, এবার পাবনায় ৪ হাজার ৭৩১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এতে ৪০ হাজার ২৩২ মেট্রিক টন লিচুর ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু ফলন ভালো হওয়ায় সেই লক্ষ্যমাত্রা ছারিয়ে যাবে। তিনি আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তর লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদী। এ অঞ্চলের অন্যতম প্রধান অর্থকরী ফসল লিচু, এটা চাষ করেই অধিকাংশ মানুষের সারা বছর তাদের সংসার চলে। গত বছরে ফলন ভালো না হওয়ায় চাষিরা খুব একটা লাভবান হোননি, কিন্তু এবার ফলন ভালো হওয়ায় চাষিরা বেশ লাভবান হবেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি ।। ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৫ কিলোমিটার জুড়ে তীব্র.....
নিজস্ব প্রতিবেদক ।। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজ.....
আইএসপিআর : আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে এতে সহস্রাধ.....
অনলাইন ডেস্ক ।। অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়.....
অনলাইন ডেস্ক ।। রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও ঠিকাদার গাজী .....
স্টাফ রিপোর্টার ।। ঈদুল আজহা'কে ঘিরে পশু বহনের ট্রাকে কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া ব.....
অনলাইন ডেস্ক ।। ঈদ-উল-আজহার আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ স.....
অনলাইন ডেস্ক ।। কোরবানির ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশন.....
লাখোকণ্ঠ অনলাইন ।। আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এ বছর হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ রোববার (৩ জুলাই)। সরকা.....
অনলাইন ডেস্ক ।। আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি যাওয়ার .....
নিজস্ব প্রতিবেদক ।। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই চিরচেনা সদরঘাটের ব্যস্ততা অনেকটাই কমতে শুরু করেছে। ব.....
অনলাইন ডেস্ক ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতু নির্মাণে দ.....