বরগুনা সংবাদদাতা ।। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে লাগাম নেই নিত্যপণ্যের বাজারে। ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচামরিচসহ সব ধরনের সবজির বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে বরগুনার বেতাগী উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের হাটবাজারগুলোতে দ্রব্যের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে।
কাঁচামরিচের দাম ব্যাপক বাড়ায় এ উপকূলীয় অঞ্চলের নিম্ন ও মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচামরিচসহ অন্যান্য জিনিসপত্র কেনা অসম্ভব হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে কাঁচামরিচের দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, একদিকে সরবরাহে ঘাটতি, অন্যদিকে চাহিদা বেশি। এ কারণে দাম বেড়েছে। তবে বাড়তি এই দাম বেশি দিন থাকবে না বলে আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা।
এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, জাতভেদে ৩০০ টাকায়।
দাম বাড়া নিয়ে বিষয়ে পৌর শহরের বিক্রেতা ভবরঞ্জন ঢালী জানান, বৃষ্টি না হওয়ার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। বর্তমানে বেতাগীতে যে মরিচ পাওয়া যাচ্ছে এগুলো বরিশাল থেকে এসেছে বলে দাবি করেন তিনি।
খুচরা বিক্রেতাদের দাবি, বেতাগীতে চাহিদার তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। মরিচ ছাড়াও কাঁচাবাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির কেজি অন্তত ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বর্তমানে কাঁকরোল ৫০, বরবটি ৬০, কাঁচকলা ৩০, মিষ্টি কুমড়া ৫০, গাজর ১৪০, পটল ৬০, আলু ২৮-৩০, লাউ প্রতিটি ৫০-৬০, লাউশাক প্রতি আঁটি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি গত সপ্তাহেও প্রতি কেজি ৪৫-৫০ টাকার মধ্যে ছিল বলে জানিয়েছেন ক্রেতারা।
পৌর শহরে বাজার করতে আসা জাকির হোসেন নামে এক ক্রেতা বলেন, কাঁচামরিচসহ জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, মানুষ এসব পণ্য কিনবে কিভাবে? দাম পাইকারিতে বাড়ায় খুচরা ব্যবসায়ীদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, কাঁচামরিচসহ কাঁচাবাজারের সকল ধরনের পণ্যের দাম অতিরিক্ত নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং অব্যাহত রয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন। ছবি-লাখোকন্ঠ
লাখোকন্ঠ প্রতিবেদন: মৎস্য ও প্রাণ.....
লাখোকন্ঠ প্রতিবেদন: অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজ.....
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বো.....
বাঁ থেকে- জামিল আহমদ, ওয়াই এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম ও মো. হুমায়ুন কবির
লাখোকন্ঠ প্রতিবেদন: বাংলাদ.....
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : পিআইডি লাখোকন্ঠ প্রতিবেদন: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি .....
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন দুপুরে বাণিজ্যমন্ত্রী। ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: রমজানে দ্র.....
ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যম.....
ইসি ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি সংগ.....
ছবি : ইউএনবি
লাখোকন্ঠ প্রতিবেদন: সামনে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত.....
ছবি-জাতীয় সংসদ
লাখোকন্ঠ প্রতিবেদন: দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। মঙ্.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার প্রকল্প বাদ দেওয়ার বিষ.....
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....