স্পোর্টস ডেস্ক ।। ১৭ বছর পর পাকিস্তান গিয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক সফরের শুরুটা রাঙায় ইংলিশরা। সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে প্রত্যাবর্তন করেছে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড গড়া পার্টনারশিপে মঈন আলীর দলকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তোলে ইংল্যান্ড। জবাবে বিনা উইকেটে তিন বল হাতে রেখে ২০৩ রান করে পাকিস্তান। ওপেনিং জুটিতে এই পার্টনারশিপ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটিও এ দুজনেরই ছিল। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিং জুটিতে তারা গড়েছিলেন ১৯৭ রানের জুটি।
করাচির ধীরগতির ও নিচু উইকেটে ইংল্যান্ডের ১৯৯ রানের স্কোর তাড়া করা সহজ ছিল না। তবে বাবর ও রিজওয়ান শক্ত ভিতই গড়লেন। প্রথম ১০ ওভারে অবশ্য ৮৭ রানের বেশি তুলতে পারেননি তারা। তখনো এগিয়ে ছিল ইংল্যান্ডই।
১১তম ওভারে লুক উডকে ইনিংসে নিজের প্রথম ছক্কাটি মারলেন বাবর, এরপর বাউন্ডারি আসতে থাকে নিয়মিত বিরতিতে। মাঝে ২৩ ও ৩২ রানে জীবন পেয়েছেন রিজওয়ান। সুযোগ কাজে লাগিয়ে রিজওয়ান ফিফটি পূর্ণ করেন ৩০ বলে। আর বাবরের লাগে ৩৯ বল। সেঞ্চুরি পূর্ণ করতে বাবর খেলেছেন ৬২ বল। অর্থাৎ, ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে বাবর খেলেছেন মাত্র ২৩ বল।
শেষ পর্যন্ত ৬৬ বলে ১১ চার ও ৫ ছক্কার মারে ১১০ রানে অপরাজিত থাকেন বাবর। মোহাম্মদ রিজওয়ান খেলেন ৫১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮৮ রানের অপরাজিত ইনিংস। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন লুক উড। ৪ ওভারে ৪৯ রান দেন এই পেসার। ৩.৩ ওভারে ৪৪ রান খরচ করেন ডেভিড উইলি। ৩ ওভারে ৩৪ রান দেন অন্যতম সেরা স্পিনার আদিল রশিদ।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪২ রান তোলেন ফিল্ট সল্ট ও অ্যালেক্স হেলস। ২১ বলে ২৬ রান করে হেলস আউট হলে ভাঙে এই জুটি। ক্রিজে নেমে গোল্ডেন ডাক মারেন ওয়ানডাউন ব্যাটার ডেভিড মালান। ২২ বলে ৭ বাউন্ডারিতে ৪৩ রান করেন বেন ডাকেট। হ্যারি ব্রুকের সংগ্রহ ৩১ রান। দলীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক মঈন আলীর ব্যাট থেকে। ২৩ বলে ৪ চার ও ৪ ছক্কার মারে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৮ বলে ১০ রান নিয়ে ক্রিজে ছিলেন স্যাম কারান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন। ছবি-লাখোকন্ঠ
লাখোকন্ঠ প্রতিবেদন: মৎস্য ও প্রাণ.....
লাখোকন্ঠ প্রতিবেদন: অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজ.....
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বো.....
বাঁ থেকে- জামিল আহমদ, ওয়াই এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম ও মো. হুমায়ুন কবির
লাখোকন্ঠ প্রতিবেদন: বাংলাদ.....
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : পিআইডি লাখোকন্ঠ প্রতিবেদন: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি .....
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন দুপুরে বাণিজ্যমন্ত্রী। ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: রমজানে দ্র.....
ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যম.....
ইসি ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি সংগ.....
ছবি : ইউএনবি
লাখোকন্ঠ প্রতিবেদন: সামনে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত.....
ছবি-জাতীয় সংসদ
লাখোকন্ঠ প্রতিবেদন: দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। মঙ্.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার প্রকল্প বাদ দেওয়ার বিষ.....
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....