রুবেল মজুমদার ।। ৫০ বছরের পুরোনো মাটির ঘর, নানা রঙের আল্পনায় দেওয়া হয়েছে নতুন রূপ। চৌচালা ঘরটি পূর্ণ নানা পুরোনো উপকরণে। ইতিহাসের স্বাক্ষী হয়ে টিকে থাকা ভবনটিতে চালু হয়েছে ব্যতিক্রমী এক জাদুঘর। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী রামধনপুর গ্রাম, এখানেই দেখা মিলবে ভিন্নধর্মী রামধনপুর শিক্ষা জাদুঘরের। অর্ধশতবর্ষী পুরোনো মাটির স্কুল ভবনকে রূপান্তরিত করা হয়েছে শিক্ষা যাদুঘরে।
স্থানীয় জানা যায়, বাঁশের বেড়া ও ছনের ছাউনি দিয়ে তৈরী ঘর নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ১৯৭৩ সালে নির্মাণ করা হয় মাটির ভবন। ১৯৯৪ সালে নতুন ভবন নির্মাণ হওয়া পর্যন্ত মাটির এই ঘরেই চলতো পাঠদান। এরপর হতে পরিত্যক্ত থাকলে চলতি মাসেই এখানে চালু করা হয়েছে জাদুঘর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উঠেছে পাঁকা দুইটি ভবন। তার পাশেই কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চৌচালা একটি মাটির ভবন। নতুন করে প্রলেপ দিয়ে, আল্পনা করে ঘরটিকে দেওয়া হয়েছে নতুন রূপ। মাটির এই ভবনে ডুকতেই চোখে পড়বে কয়েক দশক আগের বিভিন্ন শিক্ষা উপকরণ।
মাটির ভবনে প্রতিষ্ঠিত এ জাদুঘরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান শিক্ষার নানা উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন। জাদুঘরটিতে প্রদর্শিত হচ্ছে পুরোনো আমলের বই, ফাউন্টেন ফেন, টাইপ রাইটার, ছাপা মেশিন, দোয়াত, কুপি, হারিকেন,আলমিরা,পুরোনো মুদ্রা, ক্যামেরাসহ নানা শিক্ষা উপকরণ।
জাদুঘরটিতে ঘুরতে আসা ক্ষুদে শিক্ষার্থীরা বলছেন, এখানে এসে নানা অচেনা জিনিস তারা দেখছেন, জানতে পারছে ইতিহাসের নানা অজানা দিক সম্পর্কে। ইশরাত জাহান নামের এক ক্ষুদে শিক্ষার্থী বলেন, এই জাদুঘরটিতে আমরা অতীতের অনেক উপকরণ দেখেছি যা এখন আর দেখা যায় না। এতে আমরা অনেক কিছু জানতে-শিখতে পেরেছি। সামিউল হাসান নামের এক শিক্ষার্থী বলেন, জাদুঘরটি আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করছে। পুরোনো আমলের মুদ্রা, ক্যামেরা, টাইপ রাইটার অনেক কিছু এখানেই আছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, স্কুলটির সাথে জড়িয়ে রয়েছে স্বাধীনতাকালীন সময়ের স্মৃতি। স্থানীয় কালাম মিয়া বলেন, এই স্কুলটির সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে রয়েছে। আমাদের অঞ্চলের স্কুলে শিক্ষা জাদুঘর হয়েছে এতে আমরা আনন্দিত।
জাদুঘরের উদ্যোক্তা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, অতীতকে যাতে আমাদের এই প্রজন্ম ভুলে না যায় সেই চেতনা থেকে জাদুঘরটি তৈরী করা। নতুন প্রজন্মের সামনে ইতিহাস তুলে ধরাই আমাদের লক্ষ্য।
আজ মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এডিপি সভায় পরিবেশমন্ত্রী ছবি লাখো.....
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ওআইসির সদস্যভুক্ত সাতটি দেশের হাইকমিশনা.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: বইমেলা কেন্দ্র করে দুর্ঘটনা এড়াতে মেলা প্রাঙ্গণ, শাহবাগ, পলাশীসহ আশপাশ.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় ব.....
ফাইল ফটো
লাখোকন্ঠ প্রতিবেদন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনমনে বিভ্রান্তি ছড়ায়- এমন .....
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : পিআইডি
&nb.....
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছব.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের মাধ.....
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন। ছবি-লাখোকন্ঠ
লাখোকন্ঠ প্রতিবেদন: মৎস্য ও প্রাণ.....
লাখোকন্ঠ প্রতিবেদন: অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজ.....
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বো.....
বাঁ থেকে- জামিল আহমদ, ওয়াই এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম ও মো. হুমায়ুন কবির
লাখোকন্ঠ প্রতিবেদন: বাংলাদ.....