আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) || ঢাকা-মাওয়া মহাসড়কে উঠতে প্রতিবেশী রাস্তায় বেড়া দেয়ায় চলাচল করতে না পেরে প্রায় সহস্রাধিক মানুষ গৃহবন্দী পড়েছেন। গত দুই মাস যাবৎ ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিন উমপাড়া অংশে জনচলাচলের এই রাস্তায় বেড়া দেয়ার অভিযোগ উঠেছে ঐ এলাকার সাদেক মাদবরের ছেলে সোহেল মাদবরের বিরুদ্ধে। রাস্তার মাঝখানে টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেয়ায় ৩শত পরিবারের প্রায় সহস্রাধিক লোক চলাচল করতে না পেরে গৃহবন্দি হয়ে পড়েছেন।
এব্যাপারে ভুক্তভোগী পরিবাররা সোহেল মাদবরের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে শেখ নুর মোহাম্মদ ও সুমন রানার অভিযোগ সূত্রে জানা যায়, জন্মের অনেক পূর্ব থেকে তাদের পরিবার ও অন্যান্য পরিবারসহ সমাজের লোকজন দক্ষিণ উমপাড়া গ্রামের এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। গত দুই মাস যাবৎ ঐ এলাকার সোহেল মাদবর তার বাড়ির সামনে ও পিছনে জোড় পূর্বক টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। প্রতিবছর এই রাস্তায় যেতে পুকুর পাড়ে থাকা বাঁশের সাঁকো স্থানীয় ইউনিয়ন পরিষদের বরাদ্দে সংস্কার হয়। মেইন রাস্তা থেকে দক্ষিন উমপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তাটির ৭০শতাংশ জমি তার পিতা ও চাচা দলিল নং-৭২(০২)৯৬ মুলে রাস্তায় দান করেন। রাস্তা বন্ধ করে বেড়া দেয়ায় তার পরিবারসহ অন্যান্য পরিবারে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে পাচ্ছে না। অসুস্থ কোন রোগী হাসপাতালে নেয়া যাচ্ছে না এমনকি বৃদ্ধ, প্রতিবন্ধিসহ সমাজের কোন মুসল্লি চলাচল করতে না পেরে অন্য সমাজের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা মাওয়া মহাসড়ক থেকে দক্ষিন উমপাড়া জামে মসজিদে যাতায়াতের রাস্তা থেকে সাদেক মাদবরের বাড়ী পূর্ব পাশ দিয়ে রাস্তাটি ঋষিপাড়া রাস্তায় মিশছে। দীর্ঘদিনের জনচলাচলের এই রাস্তায় গত মাস দুই যাবৎ সোহেল মাদবর তার বাড়ী সামনে টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেয়া রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
ঋষিপাড়ার স্থানীয় বাসিন্দা অনিল দাস জানান, এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা ঢাকা মাওয়া মহাসড়কে গিয়ে উঠি। সোহেল মাদবর রাস্তায় বেড়া দেয়া এই রাস্তায় এখন আমরা কেউ চলাচল করতে পারছি না।
স্থানীয় মুসল্লি মোবারক জানান, রাস্তা বন্ধ করে দেয়ায় আমাদের সমাজের মুসল্লিরা নিজের মসজিদে নামাজ পড়তে যেতে না পেরে অন্য সমাজের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হয়। আমরা খুব বিপাকে পড়ে গেছি।
এব্যাপারে অভিযুক্ত সোহেল মাদবর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তায় আমার পরিবার প্রায় ৬শতাংশ জমি দিয়েছে। ওরা যতক্ষনে না এই রাস্তায় উঠবে তার চেয়ে কম সময়ে উত্তরপাশের রাস্তায় যেতে পারে। রাস্তায় টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জমির উপর দিয়ে রাস্তা নিতে হলে আমার কাছ থেকে ভালভাবে বলে নিতে হবে। বকাবকি করলে আমি রাস্তা দিব না।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, ইতিমধ্যে এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছি। তিনি বিষয়টি যাচাই বাচাই করে ব্যবস্থা গ্রহন করবেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন। ছবি-লাখোকন্ঠ
লাখোকন্ঠ প্রতিবেদন: মৎস্য ও প্রাণ.....
লাখোকন্ঠ প্রতিবেদন: অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজ.....
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বো.....
বাঁ থেকে- জামিল আহমদ, ওয়াই এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম ও মো. হুমায়ুন কবির
লাখোকন্ঠ প্রতিবেদন: বাংলাদ.....
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : পিআইডি লাখোকন্ঠ প্রতিবেদন: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি .....
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন দুপুরে বাণিজ্যমন্ত্রী। ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: রমজানে দ্র.....
ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যম.....
ইসি ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি সংগ.....
ছবি : ইউএনবি
লাখোকন্ঠ প্রতিবেদন: সামনে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত.....
ছবি-জাতীয় সংসদ
লাখোকন্ঠ প্রতিবেদন: দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। মঙ্.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার প্রকল্প বাদ দেওয়ার বিষ.....
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....