ওয়াসিম এমদাদ || নারীদের সাবলম্বী করতে কাজ করছে আন্না’স মেকওভার এন্ড স্কুল অব বিউটিফিকেশন। একেক করে ৩ ব্যাচ নারীকে প্রশিক্ষণ দিয়ে পারদর্শী বিউটিশিয়ান হিসেবে তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল সোমবার (৭ নভেম্বর) আন্না’স মেকওভার এন্ড স্কুল অব বিউটিফিকেশন এর দ্বিতীয় ও তৃতীয় ব্যচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই সনদ বিতরণ অনুষ্ঠান।
আন্না’স মেকওভার এন্ড স্কুল অব বিউটিফিকেশন এর নির্বাহী পরিচালক চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, ইমতিয়াজ আদেল ও রায়হান রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মিশা সওদাগর বলেন, অবশ্যই প্রত্যেকের সাবলম্বী হওয়া উচিত। ওটা আপনার মেরুদন্ডকে সোজা করে দেবে। এরকম একটা প্রয়াস আমার ছোটবোন আন্না নিয়েছে এজন্য তাকে ধন্যবাদ জানাই। সে নিজে শিখেছে তারপর আপনাদেরকে শিখাচ্ছে। এটাই হওয়া উচিত। আপনাদের ফার্স্ট-সেকেন্ড-থার্ড হওয়ার দরকার নেই, কথা হচ্ছে আপনি যেটা করতেছেন সেটা জেনে করতেছেন কিনা। আপনারা প্রত্যেকেই যার যার জায়গায় সফল হোন এটাই কামনা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন, চিত্রনায়িকা তানিন সুবাহ ও চিত্রনায়ক অভিসহ বেশকিছু গণ্যমান্য ব্যাক্তি।
সনদপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ স্কোর করে পুরস্কৃত হয়েছেন আঁখি সিমলা, অ্যানি ও সাফিয়া। এছাড়াও সনদ পেয়েছেন কানিজ সুবর্ণা, বৃস্টি, বন্যা, ইয়াসমিন, মুক্তা, সুবর্ণ, জয়তি, দিপা রানী, লায়লি নুসরাত, লায়লা ও সালমা।
প্রশিক্ষক হিসেবে সনদ পেয়েছেন ফাররাহ ইসলাম ও রুমানা ইসলাম।
সনদপ্রাপ্তদের মধ্যে কয়েকজন তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে প্রধান প্রশিক্ষক নাহিদা আশরাফ আন্না ও কোর্স এডমিন সাগর সিদ্দিকী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ দুজন মানুষ আমাদেরকে নতুন করে চলার পথ দেখিয়েছেন। আমরা আশা করবো আমাদের মতো আরো অনেকেই আন্না’স মেকওভার এন্ড স্কুল অব বিউটিফিকেশন এর মাধ্যমে তাদের কর্মজীবনের সূচনা করতে পারবে। নারীদের সাবলম্বী করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
সভাপতি’র বক্তব্যে আন্না বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে পিছিয়ে পড়া এক শ্রেণির কর্মহীন নারীদের সাবলম্বী করতে আমাদের এই উদ্যোগ। আজকের এই আয়োজনের মাধ্যমে দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের মোট ২০ জন পারদর্শী বিউটিশিয়ানের মাঝে তাদের কাজের মান নির্ণয়ে সনদ তুলে দিয়েছি। আজ থেকে তারা কর্মক্ষম সাবলম্বী মানুষ। তাদেরকে আমরা এমনভাবে গড়ে তুলেছি যে, দেশের যে কোনো প্রান্তে যাবে তারা প্রত্যেকেই একেকজন পারদর্শী বিউটিশিয়ান হিসেবে কাজ করতে পারবে। এর আগেও আমরা প্রথম ব্যাচে ৮ জনকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে সনদ তুলে দিয়েছিলাম। আজ তারা প্রত্যেকেই সাবলম্বী। আগামী দিনেও সকলের সহযোগিতায় আন্না’স মেকওভার এর মাধ্যমে পিছিয়ে পড়া নারীদেরকে সাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আন্না’স মেকওভার এন্ড স্কুল অব বিউটিফিকেশন এর কোর্স এডমিন চিত্রনায়ক সাগর সিদ্দিকী।
আজ মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এডিপি সভায় পরিবেশমন্ত্রী ছবি লাখো.....
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ওআইসির সদস্যভুক্ত সাতটি দেশের হাইকমিশনা.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: বইমেলা কেন্দ্র করে দুর্ঘটনা এড়াতে মেলা প্রাঙ্গণ, শাহবাগ, পলাশীসহ আশপাশ.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় ব.....
ফাইল ফটো
লাখোকন্ঠ প্রতিবেদন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনমনে বিভ্রান্তি ছড়ায়- এমন .....
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : পিআইডি
&nb.....
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছব.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের মাধ.....
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন। ছবি-লাখোকন্ঠ
লাখোকন্ঠ প্রতিবেদন: মৎস্য ও প্রাণ.....
লাখোকন্ঠ প্রতিবেদন: অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজ.....
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বো.....
বাঁ থেকে- জামিল আহমদ, ওয়াই এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম ও মো. হুমায়ুন কবির
লাখোকন্ঠ প্রতিবেদন: বাংলাদ.....