স্পোর্টস ডেস্ক ।। কিছুক্ষণ পর লিওনেল মেসির এক দুর্দান্ত শট প্রত্যক্ষ করতে পারে ফুটবল দুনিয়া। সেই অপেক্ষায়ই রয়েছেন ভক্তরা। লুসাইল স্টেডিয়াম হতে পারে আন্তর্জাতিক শিরোনাম। বাংলাদেশ সময় বিকেল চারটায় এশিয়ার ফুটবল শক্তি সৌদি আরবের সঙ্গে খেলা শুরু হবে। কেমন খেলবেন মেসি? কাতারের আনাচে কানাচে তাকে ঘিরেই যত আলোচনা, যত আবেগ।
বলা হচ্ছে, এটাই মেসির শেষ বিশ্বকাপ। ২০১৬ সনের একটি ঘটনা ইতিহাস হয়ে রয়েছে। ফুটবলের দুই কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা আর পেলে মেসিকে নিয়ে নানা মূল্যায়ন করেছিলেন। একটি সুইস ঘড়ির প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই দুইজন। একফাঁকে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। ডিয়াগো ম্যারাডোনা রাখঢাক না করে বলে বসেন, মেসি একজন মহান ব্যক্তি। কিন্তু নেতা হওয়ার মতো তার ব্যক্তিত্বে ঘাটতি আছে। পেলেও সুর মেলান ম্যারাডোনার সঙ্গে। সত্তরের দশকের ব্রাজিলের কয়েকজন প্লেয়ারের সঙ্গে তুলনা করেন। এর মধ্যে রিভেলিনো একজন। তার কথায়- মেসি এমন কেউ নন যে, আমরা সে দিনগুলোতে ফিরে যাবো। বলতেই হয়- এখনকার আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর। তবে এটা কবুল করতেই হবে- মেসি একজন অসাধারণ খেলোয়াড়। ম্যারাডোনাও তার কথায় সায় দেন।
যদিও বহু বছর ধরে নেতৃত্বের জন্য মেসিকে অভিযুক্ত করা হচ্ছে। লক্ষণীয় যে, প্রশংসার ফাঁকে অনেকেই তা প্রকাশ করেন। ফুটবল দুনিয়া মেসিকে ১৬ বছর ধরে দেখছে। সত্যি তিনি অভিব্যক্তিপূর্ণ একজন মানুষ। বরাবরই নীরব, নিঃশব্দ থাকতে ভালোবাসেন। ক্লাব পর্যায়ে তিনি দুর্দান্ত। কিন্তু তার হাত ধরে বিশ্বকাপের ট্রফি আসেনি।
এই সময়ের বিতর্কিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, আগের আর্জেন্টিনা আর এখনকার আর্জেন্টিনা এক নয়। অনেকটাই বদলে গেছে। গত ৩৫ ম্যাচে আর্জেন্টিনা অপরাজিত। ২০১৯-এর কোপা আমেরিকা প্রচারাভিযানে মেসির সরব উপস্থিতি ছিল। তখন তিনি কাউকে ছেড়ে কথা বলেননি। মাঠের অবস্থাকে জঘন্য বলেছিলেন। ম্যাচ রেফারিকে দুর্নীতিগ্রস্ত বলে বর্ণনা করেন। ব্রাজিলের পক্ষে সবকিছু সাজানো হয়েছে এমন অভিযোগও ছিল তার কণ্ঠে।
কোচ লিওনেল স্কালোনির অধীনে বিশ্বকাপের এই আসরে তার জীবনের শ্রেষ্ঠ শট হতে পারে। আরব অঞ্চলের অন্যতম ফুটবল শক্তি মেসির গতি কি থামাতে পারবে? বৃটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, মেসি আবির্ভূত হয়েছিলেন শিশুর মতো। এখন তিনি বিকশিত।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন। ছবি-লাখোকন্ঠ
লাখোকন্ঠ প্রতিবেদন: মৎস্য ও প্রাণ.....
লাখোকন্ঠ প্রতিবেদন: অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজ.....
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বো.....
বাঁ থেকে- জামিল আহমদ, ওয়াই এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম ও মো. হুমায়ুন কবির
লাখোকন্ঠ প্রতিবেদন: বাংলাদ.....
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : পিআইডি লাখোকন্ঠ প্রতিবেদন: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি .....
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন দুপুরে বাণিজ্যমন্ত্রী। ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: রমজানে দ্র.....
ওসমানী স্মৃতি মিলনায়তনে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যম.....
ইসি ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি সংগ.....
ছবি : ইউএনবি
লাখোকন্ঠ প্রতিবেদন: সামনে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত.....
ছবি-জাতীয় সংসদ
লাখোকন্ঠ প্রতিবেদন: দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। মঙ্.....
ছবি-সংগৃহিত
লাখোকন্ঠ প্রতিবেদন: দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার প্রকল্প বাদ দেওয়ার বিষ.....
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....