উপ-সম্পাদক পঞ্চগড়, লাখোকন্ঠঃ পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়ন ঘুরে দেখা গেছে শীতকালীন সবজি লাউ ঝুলছে কৃষকের মাচায়। পঞ্চগড় হাড়িভাসা গোইস পাড়া গ্রামের লাউ চাষী মোঃ সিরাজ উদ্দিন, বলেন আমি এক বিঘা জমিতে আগাম হাইব্রিড জাতের লাউ চাষ করেছি। ফলন ও খুব ভালো হয়েছে এবার নিয়ে দুইবার লাউ বিক্রি করেছি প্রতি চালানে খরচ বাদ দিয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা পাই।
পাইকাররা সরাসরি খ্যাত থেকে লাল ক্রয় করে পিকআপ বোঝাই করে নিয়ে যায়। বর্তমান বাজারে এক এক পিছ লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়নের কৃষি উপ-পরিচালক মোঃ সেলিম, জানান আমরা এখানকার কৃষক কে সবজি চাষে সব ধরনের সুযোগ-সুবিধা ও পরামর্শ দিচ্ছি যাতে করে কৃষকরা শীতকালীন সবজি চাষ করে লাভবান হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।