লাখোকণ্ঠ সাহিত্য ডেস্ক: ঢাকা সাহিত্য কেন্দ্রের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৬ আগস্ট বিকালে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে “নজরুলের ছন্দ বৈচিত্র্য” বিষয়ক কবি হাসান আলীম’র একক বক্তব্য এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
ঢাকা সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য বন্ধন’র সভাপতি কবি মিলি হক, কবি রবিউল মাশরাফী, গবেষক সীমান্ত আকরাম। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী কামাল মীনা ও রবিউল আলম রবি সরকার।
আরও দেখুন-‘মানবিকতন্ত্রের কবি’ মোহাম্মদ রফিককে নিবেদিত কবিতা
কবি তাসনীম মাহমুদ’র সঞ্চালনায় সাহিত্য আড্ডায় লেখাপাঠ করেন অধ্যাপক আর. কে. শাব্বীর আহমেদ, কবি আব্দুর রহমান মল্লিক, সালেহ মাহমুদ, খান কাওসার কবির, মো: নূরুল হক, জাফর পাঠান, সাহেদ বিপ্লব, মুনীরুল ইসলাম, সরদার আব্বাস উদ্দিন, ওয়াহিদ আল হাসান, সাইফ সাদী, এম. এ. আলীম, ওয়াজ কুরুনী সিদ্দিকী, ওয়াহিদুজ্জামান আহমেদ, আমীন মোহাম্মদ, জুবায়ের বিন ইয়াছিন, শাকিল সরকার, এহছানুর রহমান, আল মায়ামী, জাহিদুল ইসলাম, বিমল সাহা। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন কবি মুর্শিদ উল আলম।