মানবিকতন্ত্রের কবি
(কবি মোহাম্মদ রফিক কে নিবেদিত)
ফারুক মোহাম্মদ ওমর
বিষখালির সন্ধ্যায় তখন বৈশাখী পূর্ণিমা
ধুলোর সংসারে ঘর বেঁধে আছে মানুষ!
এই মাটি অরণ্যে, স্মৃতি বিস্মৃতির অন্তরালে
লুকানো ইতিহাস ছুঁয়ে দেখতে চায় তারা
কারা বুনেছিলো বৈষম্যের বীজ
কারা লুটে ছিলো মানুষের স্বপ্নসাধ তেইশটি বছর!
অন্ধকার ঠেলে সামনে এলে তুমি
এঁকে দিলে দোমাটির মুখ
মুখটি কেবল মানবিকতার কথা বলছে
সম্প্রীতির কথা বলছে, সাম্যের কথা বলছে
মানুষের অধিকারের কথা বলছে।
কেউ একজন এগিয়ে এসে বললো
এটাতো স্বৈরাচার বিরোধী মোহাম্মদ রফিকের
খোলা কবিতা স্বদেশী নিঃশ্বাস তুমিময়
তিনিই প্রথম কবি যার মার্শাল ল কোর্টে বিচার হয়েছিল
দশ বছর সশ্রম কারাদন্ড।
মুখটি কেবল মানবতার কথা বলছিলো
মুখটি মানবিকতন্ত্রের কবি মোহাম্মদ রফিকের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।