Ad: ০১৭১১৯৫২৫২২
১২ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
 1. অর্থনীতি
 2. আইন আদালত
 3. আইন শৃংখলা
 4. আন্তর্জাতিক
 5. কৃষি অর্থনীতি
 6. খেলাধূলা
 7. চাকরি-বাকরি
 8. জাতীয়
 9. জীবনের গল্প
 10. ধর্ম
 11. নির্বাচনী হাওয়া
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

সন্তোষ ঢালী’র কবিতা ‘কেউ কারও বন্ধু নয়’

বার্তা কক্ষ
মার্চ ২, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কেউ কারও বন্ধু নয়

সন্তোষ ঢালী

 

কেউ কারও বন্ধু নয় এখানে,
সময় এবং স্বার্থের সারথি সবাই-
স্বামী-স্ত্রী পুত্র-কন্যা বাবা-মা ভাই-বোন সব সময়ের শেকল,
বন্ধু শব্দটি কেবল অভিধানের কারাপ্রাচীরে আবদ্ধ নিরীহ এক আসামি যেন;
এখানে কেউ কারও সমব্যথী নয়,
আবেগের ঢেউ হয়ত আছড়ে পড়ে মাঝেমধ্যে বালুর সৈকতে
ঢেউ কি দীর্ঘস্থায়ী হয় জলরঙে আঁকা স্থির চিত্রের মতো কখনও কোনো সমুদ্রে?
সমব্যথার আয়োজনও শেষ হয় বুদ্বুদের আদলে দ্রুততম সময়ে,
সময় কোথায় মানুষের সময় নষ্ট করার এই পৃথিবীতে?
বন্ধু শব্দের প্রকৃতই কোনো অর্থ হয় কিনা তা বোধের অগম্য;
কেউ কারও বন্ধু নয় কোথাও-
এ শুধু দৃষ্টির ভ্রম, এ শুধু বোধের অভাব, এ শুধু মরীচিকা,
মুখরোচক একটি প্রতারক শব্দ গয়নার দোকানের ইমিটেশনের মতোই;
মানুষ তাকেই আঁকড়ে ধরে সুখ পাওয়ার অভিনয় করে আমৃত্যু-
বন্ধু আর বন্ধুত্বের সম্পর্কটা থেকে যায় সমুদ্র-তরঙ্গের ফসফরাসদ্যুতির মতোই অধরা,
ওই ক্ষীণ আলোটুকু গভীর অন্ধকারে কী-ই-বা ভরসা দেয় অকূল সমুদ্রে?
বন্ধু শব্দের মতো অত মেকি আর কোনো শব্দ আছে কিনা জানা নেই অভিধানে-
বন্ধু যেন ঘন কুয়াশায় ধেয়ে আসা লোকাল ট্রেনের হেড-লাইট
বন্ধু যেন মরচেধরা অকেজো এক টুকরো লৌহপিণ্ড
বন্ধু যেন ঝরাপাতার বুকে এক চিলতে আগুনের ফুলকি;
বন্ধু, মানে আর কিছু নয়, পকেটের অন্তরালে এক বাক্স দেশলাইয়ের কাঠি
শুধু একটু ভুলের অবকাশে জ্বলে ওঠার অপেক্ষামাত্র-
তবুও বলি- বন্ধু, এসো, বন্ধু হও- একান্ত ভালোবেসে।এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।