নিজস্ব প্রতিবেদক, লাখোকন্ঠঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, ১৫ আগস্ট কালরাতের শহীদ ছোট্ট শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
এরই ধারাবাহিকতায় শেখ রাসেল দিবস উপলক্ষে বুধবার (১৮ অক্টবর ২০২৩) বিকেলে ধানমন্ডি প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্ভূক্ত ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা।
এ সময় বক্তাগন শেখ রাসেলের জন্মদিনে শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার শপথ গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।