রংপুর প্রতিনিধি, লাখোকন্ঠঃ রংপুরের গঙ্গাচড়ায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে গ্রীস্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্তে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বিতরণের উদ্বোধন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মুস্তারীসহ উপসহকারী কৃষি অফিসারগণ ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নের ১’শ ৯০ জন তালিকাভুক্ত কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, বালাইনাশক ১ প্যাক, পলিথিন ১ বান্ডিল, সুতলি ৪ গোলা, বাঁশ ২ টা দেওয়া হবে এবং পরবর্তীতে পেঁয়াজ চারা মূল জমিতে রোপন বাবদ ২ হাজার করে টাকা নগদের মাধ্যমে দেওয়া হবে।