রফিকুল আলম বকুল, মেহেরপুর: গাংনীতে লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কবীর হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নাসিরুদ্দিন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক রফিকুল আলম বকুল, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পথিক, জান মোহাম্মদ মিন্টু সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ আব্দুস সালাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমাদের কে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে। সত্যিকারের মানুষ হিসেবে তোমাদের কে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের যুগোপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। জ্ঞানের চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য আগামীর ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান।