লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে বন্দর শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে বন্দর কাঠপট্টি এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওই দুই শিশু হলো, বন্দর উলসন রোড এলাকার আলাউদ্দিনের ছেলে ইসমাইল (৭) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৮)।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, ওই দুই শিশু গত একদিন যাবৎ নিখোঁজ ছিল। গতকাল রোববার তাদের পরিবার এলাকায় মাইকিং করেও খোঁজে পায়নি। সোমবার সকাল ৭ টায় বন্দর কাঠপট্টি শীতলক্ষ্যা নদী থেকে প্রথমে এক শিশুর মরদেহ দেখে পুলিশকে জানান এলাকাবাসী। পরে শিশুর স্বজনেরা এসে মরদেহ শনাক্ত করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে একই স্থান থেকে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের তথ্য ও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নদীতে গোসল করতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ উদঘাটন করতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।