Ad: ০১৭১১৯৫২৫২২
২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

বার্তা কক্ষ
আগস্ট ২৮, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে বন্দর শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে বন্দর কাঠপট্টি এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওই দুই শিশু হলো, বন্দর উলসন রোড এলাকার আলাউদ্দিনের ছেলে ইসমাইল (৭) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৮)।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, ওই দুই শিশু গত একদিন যাবৎ নিখোঁজ ছিল। গতকাল রোববার তাদের পরিবার এলাকায় মাইকিং করেও খোঁজে পায়নি। সোমবার সকাল ৭ টায় বন্দর কাঠপট্টি শীতলক্ষ্যা নদী থেকে প্রথমে এক শিশুর মরদেহ দেখে পুলিশকে জানান এলাকাবাসী। পরে শিশুর স্বজনেরা এসে মরদেহ শনাক্ত করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে একই স্থান থেকে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের তথ্য ও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নদীতে গোসল করতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ উদঘাটন করতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।