Ad: ০১৭১১৯৫২৫২২
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাহাদুর আলম
অক্টোবর ২৪, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, লাখোকন্ঠঃ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন পরিবেশ আগে দেখেনি কেউ। বাইরে থেকেই আর্তচিৎকার শোনা যাচ্ছিল। যা ভেতরে ঢোকার পর আরও জোরে কানে বেজে উঠে। ট্রেন দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের পরিবেশ। কেউ হারিয়েছেন বাবা, কেউ ভাই, কেউবা স্ত্রী-সন্তান।
মেয়ে শম্পা বিশ্বাসকে দেখতে বিকেলে ভৈরব রেলস্টেশন থেকে এগারোসিন্ধু ট্রেনে করে নরসিংদী যাচ্ছিলেন সবুজ শীল। তবে মেয়ের বাড়ির পথে যাত্রা শেষ করতে পারেননি তিনি। স্টেশনের পাশেই দুর্ঘটনায় কবলে পড়ে ট্রেনটি। যাতে মৃত্যু হয় সবুজের। স্বামীকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন স্ত্রী শান্তি রানী শিল।

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ শীলের স্বজন হৃদয় শীল জানান, ভৈরব বাজারে একটি সেলুনে কাজ করে জীবন চলে সবুজ শীলের (৪৮) ও তার স্ত্রী শান্তি রানী শীলের। স্ত্রীকে নিয়ে ভৈরব উপজেলা সদরের রানী বাজারে ভাড়া বাসায় থাকতেন সবুজ।

হৃদয় আরও জানান, মেয়ে শম্পা বিশ্বাসকে দেখতে এগারোসিন্ধু ট্রেনে করে নরসিংদী যাচ্ছিলেন সবুজ। স্বামী এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিতে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শান্তি রানী শীল। এখন মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার অপেক্ষা করছেন।


এর আগে বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকাগামী এগারোসিন্ধু ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী আরেকটি কনটেইনার ট্রেনের সংঘর্ষ হয়। এতে এগারোসিন্ধু ট্রেনের দুটি বগি উল্টে যায়। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত শতাধিক যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার জানান, বিকেলে ঢাকা অভিমুখী এগারোসিন্ধু এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে যায়। এরপর লাইন পরিবর্তন করে আরেক লাইনে প্রবেশ করছিল। তবে সম্পূর্ণ ট্রেনটি আরেক লাইনে প্রবেশের আগেই ওই লাইনে আরেকটি কনটেইনার ট্রেন ঢুকে পড়ে। এতে ট্রেনটির পেছনের দিকে সংঘর্ষ হলে দুটি বগি উল্টে যায়।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।