বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়ার ছেলে আলোচিত মাইনুল ইসলাম তুষার এবার তৃণমুল বিএনপিতে। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ওই দলের মনোনয়ন ফরম নিয়েছেন তিনি। তার পিতার মৃত্যুর পর উপ-নির্বাচনে অংশ নিতে তুষার আওয়ামী লীগে যোগ দিয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিন্তু মনোনয়ন মিলেনি তার। উকিল আব্দুস সাত্তার ৩০ সেপ্টেম্বর মারা যান। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ২০২২ সালের ডিসেম্বরে সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর দল থেকেও পদত্যাগ করেন। পরে এ বছরের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে তিনি স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
তার মৃত্যুর পর আবার উপ-নির্বাচনে সাত্তারপুত্র তুষার আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করার চেষ্টা চালান। এদিকে তুষার ছাড়াও এই আসনে প্রতিদ্বন্দিতার জন্যে আরো মনোনয়ন ফরম নিয়েছেন সদ্য উপ-নির্বাচনে জয়ী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ,মাহবুবুল বারী চৌধুরী মন্টু,আবদুল হান্নান রতন,ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী,এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু,আবু শামীম পিয়ার পলাশ।