জয়পুরহাট প্রতিনিধি, লাখোকন্ঠঃ জয়পুরহটের পাঁচবিবিতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মাতাইশ মঞ্জিল এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ত খেলাঘর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বন্ধন ১৫ লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব।
এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক রাবী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা জিলহাজ আজম শুফন ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ সাবু। অনুষ্ঠানে বক্তরা ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকসেবন কমিয়ে আনতে সচেতনতামুলক আলোচনা করেন। শেষে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।