রাকিবুল ইসলাম লিমন, নেত্রকোণা প্রতিনিধিঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবীতে, ও দেশব্যাপী সর্বাত্বক অবরোধের ৫ম ধাপের ২য় দিনে নেত্রকোণায় রাস্তা অবরোধ, মিছিল এবং সিইসির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
আজ সকালে জেলার ঢাকা-মদন মহাসড়কের খাজান্তি ব্রীজ সংলগ্ন রাস্তায় নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব এম. নাজমুল হাসান অবরোধ, পিকেটিং ও মিছিলের নেতৃত্ব দেন।
এ সময় আটপাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এম নাজমুল হাসান নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বলেন- “জনমতের তোয়াক্কা না করেই সরকারের নীল নকশা বাস্তবায়নে ঘোষিত এই অবৈধ তফসিল বাংলার জনগণ মেনে নেবে না, জনগণ অবৈধ নির্বাচন হতে দিবে না।” সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে আগামীতে জনতার আদালতে বিচার করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
এছাড়া তিনি আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিইসি’র পদত্যাগ দাবী করেন।
পরে প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করা হয়।