মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি হিমাগার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা ও চার ক্ষুদ্র ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকার মেঘনা কোল্ড স্টোরেজে নিয়ম বহির্ভূতভাবে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করে গজারিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে একই এলাকার বোগদাদিয়া কোল্ড স্টোরেজে আলু বেচা-কেনার সময় পাকা রশিদ না থাকায় চার ক্ষুদ্র ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আব্দুস সালাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।