ইসমালই হোসেন ,স্টাফ রিপোর্টার: জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের নামে দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হওয়া ২৯ জনের তালিকা দিয়েছে র্যাব
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এই তালিকা দেন।
আল মঈন বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৬০ এর অধিক জনের বেশি তরুণের বিষয়ে তথ্য পেয়েছি, যাঁরা দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হয়েছেন। তাঁরা গত দুই বছরে নিরুদ্দেশ হয়েছেন। সবশেষ কিছু দিন আগে কুমিল্লা থেকে কিছু তরুণ নিরুদ্দেশ হন।’
নিরুদ্দেশ থাকা প্রায় ৬৩ জনের মধ্যে ২৯ জনের নামের তালিকা নামসহ পরিচয় জানায় র্যাব।
র্যাবের মুখপাত্র বলেন, ‘কোন জেলা থেকে কতজন নিরুদ্দেশ হয়েছেন, সেই তালিকা আমাদের কাছে আছে। তাঁদের কারও কারও পরিবার জানে, সন্তান বিদেশে গেছেন, তাঁরা মাঝেমধ্যে অর্থ পাঠান। কিন্তু আসলে তাঁরা জঙ্গি সংগঠনে যুক্ত হয়ে ঘর ছেড়েছেন।’র্যাব আরো বলছে, গত ২৮ ফেব্রুয়ারি চট্রগ্রাম থেকে প্রশিক্ষণ রত ৪ জন কে গ্রেফতার করা হয়
নতুন জঙ্গি সংগঠনটির সদস্যরা পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানান আল মঈন।
গত ২২ জানুয়ারি এই সংগঠনের সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান রনবীর গ্রেফতার হন গ্রেফতারের পর তার মোবাইল থেকে ৮ মিনিট দৈর্ঘের একটি ভিডিও উদ্ধার করা হয় সেই ভিডিও থেকে ২৯ জন জঙ্গিকে শনাক্ত করা হয় গতকাল উদ্ধার হওয়া ৭মিনিট দৈর্ঘের ভিডিওতে আরো ২৩ জন জঙ্গি কে শনাক্ত করা হয় এই ২৩ জনের মধ্যে ১৯ জন জঙ্গি ২২ জানুয়ারি উদ্ধার হওয়া ভিডিওতেও ছিলেন আজকের এই ভিডিওতে আরো ৪ জঙ্গির উপস্থিতি পাওয়া গেছে তাদের নামের তালিকা
১.শেখ আহমেদ মামুন ২.শামিম মিয়া ৩. নিজাম উদ্দিন ৪.ড.জহিরুল ইসলাম (ভিডিওর তথ্য অনুযায়ী গত ৬-৬-২০২২ তারিখে মৃত )