ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালহাসপাতালে কেয়ার ইউনিটের (সিসিইউ) ভেতর রোগীর স্বজন ও আনসার সদস্যদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। সিসিইউতে থাকা তানজিনা আক্তারের ছেলের অভিযোগ, মায়ের জন্য রক্ত নিয়ে ভেতরে প্রবেশের সময় গেটে টাকার জন্য বাধা দেয় আনসার সদস্যরা। প্রতিবাদ জানালেই শুরু হয় স্বজনদের সাথে মারামারি। রোববার রাতে এ ঘটনার আধাঘণ্টা পরই মারা যান তানজিনা।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, সিসিইউয়ের মেঝেতে রয়েছে রক্তের ছাপ। সংঘর্ষের পর গেটের দায়িত্বে নেই আনসার সদস্যরা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সূত্রপাত। রোগীর স্বজনেরা জানান, শনিবার (২৩ সেপ্টেম্বর) হার্টের সমস্যা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন তানজিনা আক্তার। অবস্থার অবনতি হলে রোববার তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
তানজিনার দুই ছেলে দাবি করেন, প্রতিবার সিসিইউয়ের ভেতরে ঢুকতে ৫০ থেকে ১০০ টাকা দিতে হয় আনসার সদস্যদের। রক্ত নিয়ে ভেতরে প্রবেশের সময়ও টাকা চাইলে প্রতিবাদ জানানোয় ক্ষিপ্ত হয়ে ওঠে এক আনসার সদস্য। কথা কটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এতে আহত হন তাঁরা দুইভাই ও তাঁদের বাবা।
তানজিনার স্বামীর দাবি, আনসার সদস্যদের সঙ্গে মারামারিতে স্বজনদের আহতের খবরেই হার্টঅ্যটাকে মারা যান তানজিনা।
রাত ২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ যখন বাসায় নেওয়া হচ্ছে তখন তানজিনার আহত দুই ছেলে অন্য হাসপাতালে চিকিৎসাধীন। আর থানায় মামলা করত যান মেয়ে সেলিনা আক্তার। আর ছয়মাস বয়সী ছোটছেলে স্বজনদের কোলে।
কথা বলতে হাসপাতালের আনসার ক্যাম্পে গেলে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। তবে উপস্থিত এক নিরাপত্তারক্ষীর দাবি, রোগীর স্বজনেরাই আগে আনসার সদস্যের ওপর হামলা করে।
এঘটনায় রোববার দিবাগত রাতেই শেরে-বাংলা নগর থানায় মামলা করেন মৃত তানজিনার মেয়ে সেলিনা আক্তার।