লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক: রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আহতদের মধ্যে আটজন ফায়ার সার্ভিসের কর্মী ও তিনজন দোকান কর্মচানী। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।