র্যাব-৩-এর পক্ষ থেকে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি মতিঝিল এলাকা থেকে এক নারীর সোনার চেইন ছিনতাই হয়। তিনি র্যাব-৩-এ অভিযোগ করেন। এ ছাড়া বেশ কিছু ভুক্তভোগী র্যাব-৩-এর কাছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার অভিযোগ করেন। পরে র্যাব-৩ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন দলনেতা আছেন। তাঁরা হলেন মাসুম ও মোহাব্বত।
র্যাব-৩-এর কর্মকর্তা ফারজানা হক বলেন, মূলত সন্ধ্যার পর ছিনতাইকারী দলের সদস্যরা সক্রিয় হন। ভোররাত পর্যন্ত তাঁরা ছিনতাই করেন। প্রথমে তাঁরা কাউকে নিশানা (টার্গেট) করেন। কাছে গিয়ে সালাম দেন। পরে তাঁরা তাঁর কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। কেউ মূল্যবান জিনিসপত্র দিতে না চাইলে তাঁরা ধারালো অস্ত্রের ভয় দেখান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।