লাখোকণ্ঠ প্রতিবেদক (চাঁদপুর )ফরিদগঞ্জ: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক হিসাবে নির্বাচিত হলেন আবদুল বাতেন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেসা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. মোহাম্মদ আলী জিন্নাহ্ এর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ যে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক হিসাবে নির্বাচিত হয়ে ছিলেন তিনি।
এর আগে ২০১৮ সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এ লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক হিসাবে নির্বাচিত হয়ে ছিলেন আব্দুল বাতেন।।
এই মহান অর্জনে লাখোকণ্ঠ প্রতিবেদকে বাতেন বলেন আমি আল্লাহ কাছে সিজদাহ্ নত শুকরিয়া আদায় করি। এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় মা বাবা,আমার সম্মানিত শিক্ষকমন্ডলী, উপজেলা শিক্ষা অফিস, ছাত্র ছাত্রী, অভিভাবক, সহকর্মী, পরিচালনা পর্ষদ প্রমুখ।