Ad: ০১৭১১৯৫২৫২২
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

তানভীর-নীলার নতুন সিনেমা ‘অন্তর্বর্তী’

বার্তা কক্ষ
মার্চ ২২, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: ঢাকার অদূরে সৌন্দর্যের রানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোমুগ্ধকর ক্যম্পাসে শেষ হলো বহুল আলোচিত ‘অন্তর্বর্তী’ সিনেমার শুটিং। ক্যাম্পাসের পুরাতন কলা, চৌরাঙ্গী, বিশমাইল, এলাকায় শুটিংয়ের দৃশ্য ধারণ করা হয়। ক্যাম্পাস কেন্দ্রিক প্রেম, সামাজিক বিচ্ছিন্নতাবোধ ও একজন শিল্পীর শিল্পী হয়ে ওঠার দীর্ঘ যাত্রার গল্প নিয়ে সিনেমাটি সাজানো হয়েছে। এই সিনেমার মধ্য দিয়ে এস এম কাইয়ুম চৌধুরীর বড় পর্দায় অভিষেক ঘটছে।

সিনেমায় নায়ক-নায়িকা হিসেবে জুটি বেঁধেছেন আবু হুরায়ারা তানভীর ও নীলাঞ্জনা নীলা। সিনেমার গল্পে তানভীর অভিনয় করছেন ধ্রুব চরিত্রে এবং নীলাঞ্জনা নীলা অভিনয় করছেন অর্পা চরিত্রে। এর আগে ‘গহীন বালুচর’ সিনেমার এই জুটি ব্যাপক দর্শক সমাদৃত হয়েছেন।  এদিকে তানভীর সর্বশেষ মীর সাব্বিরের পরিচালনায় ‘রাত জাগা ফুল’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তার বিপরীতে ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এদিকে ‘টান’ ওয়েব ফিল্মে নীলা’র অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।

এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের রঙিন পর্দায় দারুণ জনপ্রিয় মুখ আহমেদ রুবেল। মঞ্চ থেকে টিভি নাটকের পর্দা কিংবা চলচ্চিত্র বৈচিত্রপূর্ণ চরিত্রে অভিনয়ের ক্যারিয়ার তার। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, আমিরুল হক চৌধুরী, রহমাত আলী, সেঁওতি, নরেশ ভূঁইয়া, খন্দকার নাসির উদ্দিন, আনু মোহাম্মদ (মো. আনোয়ারুল ইসলাম) সহ আরো অনেকে।

পরিচালক এস এম কাইয়ুম গণমাধ্যমকে জানান, ‘এই সিনেমার গল্পটি মূলত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন্দ্রিক প্রেমের গল্পের সিনেমা, যেখানে আছে সামাজিক বিচ্ছিন্নতাবোধ ও এক জন শিল্পীর শিল্পী হয়ে ওঠার দীর্ঘ জার্নি। অন্তর্বর্তীর শুটিং শেষ হয়েছে, এডিটিংয়ের কাজ চলছে। আমরা সবাই আশাবাদী কাজটি নিয়ে।’



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।