বিনোদন ডেস্ক: গাজীপুরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া সরকার মাহি। তিনি ফেসবুক লাইভে এসে বলেন, ‘গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে।’
শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক থেকে লাইভে আসেন তিনি। কিছু সময় পর একই বিষয়ে তার প্রোফাইল থেকে লাইভ করেন তার স্বামীও। এ ছাড়া তাদের গাড়ির শো-রুম ‘সনি রাজ কার প্যালেসে’ ভাংচুরের ভিডিও ফুটেজও শেয়ার করেন তিনি।
একই সঙ্গে ১৮ মার্চ (শনিবার) এই বিষয়ে সংবাদ সম্মেলনের ডাক দেন তিনি। ওই দিন বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মাহি।
ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন মাহিয়া মাহি ও তার স্বামী। শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।