লাখোকন্ঠ বিনোদন ডেস্কঃ সোনিয়া লাজুক, এ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী। শুধু অভিনয় নয়! একাধারে তিনি-মডেল,উপস্থাপিকা,নৃত্যশিল্পী। এ যেন একের ভেতর সব! শোবিজ জগতে নিজের একান্ত অদম্য মেধা শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। নাটক, মডেলিংয়ের পাশাপাশি বেশকিছু সিনেমায় আইটেম গান করেও এর মাঝে প্রশংসা কুড়িয়েছেন লাজুক।
সম্প্রতি ভারতীয় প্রতিভাবান তারকা আকাশ নন্দি এর সাথে “চুপিচুপি মন” নামের একটা গানের শিরোনামে একটি মিউজিক ভিডিওতে জুটি বেধে কাজ করেছেন তিনি। “চুপিচুপি মন” শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন-তন্ময় মন্ডল, সুর করেছেন-রাহুল খান। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি পরিচালনাতেও ছিলেন ওপার বাংলার সনামধন্য পরিচালক-রাহুল খান। আসছে ১৪ ই অক্টোবর TTME MUSIC প্রডাকশন হাউজ থেকে গানটি রিলিজ হবে। গানটির চিত্রধারন, সম্পাদনায় ছিলেন-দেবাংশু দাস।
এ বিষয়ে মডেল, অভিনেত্রী সোনিয়া লাজুক বলেন– আমি এর আগেও বেশকিছু কাজ করেছি ভারতে। জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী নচিকেতা দাদার গানেও কাজ করেছি। বরাবরের মতো এবারের কাজটাও আশা করছি আমার দর্শক,শুভাকাঙ্ক্ষীদের ভালো লাগবে। সবসময় চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। গানটি বেশকিছু দৃষ্টিনন্দন জায়গাতে শ্যুটিং করা হয়েছে।
ওপার বাংলার অভিনেতা আকাশ নন্দির সাথে কাজ করার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন– আকাশ দা খুব ভালো একজন প্রতিভাবান অভিনেতা, উনি শুধু একজন অভিনেতা না, পাশাপাশি মডেলিংও করেন। এর আগে উনার সাথে আমার একটা সিনেমা করার কথা ছিল। পারিবারিক কিছু ব্যস্ততার জন্য পরে আর কাজ করা হয়নি। সামনে আকাশ দা এর সাথে আরও ভালো ভালো কাজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আরও বহুদূর কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারি।