২০০০ সালের এই দিন থেকে বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার। একনজরে দেখে নিন এই দিনে ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিন-
ঘটনাবলি :
১৯০১- কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯১৬- জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।
১৯০১- কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯১৬- জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।
১৯৪৬- বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
১৯৫২- মাতৃভাষা বাঙলার মর্যাদার প্রতিষ্ঠার আন্দোলনে তদানীন্তন পূর্ববাংলায় আবুল বরকত, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার প্রমুখ শহীদ হন।
২০০০- বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।জন্ম :
১৯০৭- অ্যাংলো-মার্কিন কবি ও সমালোচক ডব্লিউ এইচ অডেনের জন্ম।
১৯৩০- গোবিন্দ হালদার।
১৯৪৭- চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ।মৃত্যু :
১৬৭৭- ওলন্দাজ দার্শনিক স্পিনোজা।
১৯৫২- মাতৃভাষা বাঙলার মর্যাদার প্রতিষ্ঠার আন্দোলনে তদানীন্তন পূর্ববাংলায় আবুল বরকত, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার।
১৯৬৮- নোবেলজয়ী (১৯৪৫) ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী হাওয়ার্ড ওয়াল্টার ফোরি।
২০১০- জাসদ নেতা নূরে আলম জিকু।