Ad: ০১৭১১৯৫২৫২২
২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

কীভাবে বুঝবেন হার্ট অ্যাটাক নাকি স্ট্রোক

বার্তা কক্ষ
আগস্ট ২৬, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

লাখোকন্ঠ হেলথ ডেস্ক: বিপদ কি কাউকে বলে কয়ে আসে? না আসে না। হুট করে হয়তো শুনলেন পাশের বাড়ির প্রতিবেশীর হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাক ও স্ট্রোক দুটিই আমাদের জীবনের জটিল দুটি রোগ। অনেকে স্ট্রোককে হার্ট অ্যাটাক ভেবে গুলিয়ে ফেলেন। আবার  অনেকে মনে করেন হার্টের অসুখ মানে স্ট্রোক। কিন্তু এ ধারণা ভুল। আসুন জেনে নেই, স্ট্রোক আর হার্ট অ্যাটাকের পার্থক্য কী।

হার্ট অ্যাটাক:
হার্টের রক্তনালিতে ব্লক তৈরি হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। এ সময় হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হয়। হার্ট অ্যাটাকে বুকে তীব্র ব্যথা হয়।

 স্ট্রোক:
স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ, যাতে রক্তনালির জটিলতার কারণে হঠাৎ মস্তিষ্কের একাংশ কার্যকারিতা হারায়। স্ট্রোকে শরীরের কোনো এক পাশ অবশ হয়ে যেতে পারে।

 হার্ট অ্যাটাকের লক্ষণ
১. হার্ট অ্যাটাকের আগে শরীর সংকেত দেয়। প্রথমে বুকে অল্প ব্যথা হয়ে থাকে। এই ব্যথাটা মাঝেমধ্যে চলে যায়, আবার ফিরে আসে। এতে অনেক সময় অস্বস্তিকর চাপ অনুভব হয়।

২. হঠাৎ ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যায়।

৩. অনেক সময় পিঠে, ঘাড়ে, চোয়ালে ব্যথা অনুভব হয়।

৪. এ ছাড়া বমি বমি ভাব বা হালকা মাথাব্যথা হতে পারে।

স্ট্রোকের লক্ষণ

১. হঠাৎ করে মুখ, হাত-পা, বিশেষত শরীরের এক পাশ অবশ হয়ে যেতে পারে।

২. হঠাৎ মাথা ঘোরা বা হাঁটতে সমস্যা হতে পারে।

৩. হঠাৎ করে চোখে ঝাপসা দেখতে পারেন।

৪. হঠাৎ কথা বলা বা কথা বুঝতে সমস্যা হতে পারে।

হার্ট অ্যাটাক বা স্ট্রোকের লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।