Ad: ০১৭১১৯৫২৫২২
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

কসবায় ১৬০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

বাহাদুর আলম
অক্টোবর ২৪, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, লাখোকন্ঠঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৬০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬ টার দিকে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের সৈয়দাবাদ তিন রাস্তা মোড় এলাকায় কাভার্ডভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. জিয়াউর রহমান জিয়া (৩৮) জেলার কসবা উপজেলার খাড়ের ইউপির দেলি উত্তরপাড়া এলাকার খেলু মিয়ার ছেলে, একই উপজেলার আড়াইবাড়ি এলাকার মো. রাশেদ আলমের ছেলে মো. শফিকুল ইসলাম (২৯) ও ফুলতলী এলাকার মো. আলমগীরের ছেলে মো. উজ্জ্বল প্রঃ মহারাজ (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের সৈয়দাবাদ তিন রাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের ব্যবহৃত হলুদ রংয়ের ভাই ভাই ট্রান্সপোর্ট নামক কাভার্ডভ্যান তল্লাসী করে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।