লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: রাজধানীর হাতিরপুল এলাকা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল হাসান চৌধুরীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদ এ তথ্য জানান।
এ নিয়ে ছাত্রদলের ৭ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার এবং ৪টি অস্ত্র উদ্ধার করলো গোয়েন্দা পুলিশ।
ডিবিপ্রধান জানান, নির্বাচনকে কেন্দ্র করে এই অস্ত্রগুলো সংগ্রহ করেছিল তারা।
মোট ১১টি অস্ত্র সংগ্রহ করে তারা। এর মধ্যে উদ্ধার করা হয়েছে ৪টি।
তিনি জানান, তাদের ফেসবুক আলাপে এই অস্ত্র ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল দখল করার পরিকল্পার বিষয়ে জানতে পারে গোয়েন্দা পুলিশ। এই গ্রেপ্তারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও দাবি করেন ডিবিপ্রধান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।