ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি, লাখোকন্ঠঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানার পুলিশ। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়।
সোমবার (১৬ অক্টোবর) ভোরে কসবা থানা পুলিশের এক বিশেষ অভিযানিক দল কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের নয়নপুর সড়কের পার্শ্বে নাজির মিয়ার বাড়িতে এ অভিযান চালায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, জনৈক নাজির মিয়ার বাড়ির বিপরীতে পাঁচটি পাটের বস্তার ভিতর প্রতি বস্তায় ২৪ কেজি করে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে কারবারিরা দৌড়ে পালিয়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।