লক্ষ্মীপুর প্রতিনিধি, লাখোকন্ঠঃ লক্ষ্মীপুরে মসজিদের ওয়াকফের জমি থেকে জোর পূর্বক সুপারি পাড়ার জেরে নুর নবী বকুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় আলী রাজা পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ীর মৃত অজি উল্যা মাস্টারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় আব্দুর রউফ গংরা দীর্ঘদিন ধরে খানে খোদা আলীরাজা ওয়াকফে প্রায় ৫ একর জমি দীর্ঘদিন ধরে জবর দখল করে রাখে।দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা করে মসজিদের পক্ষে রায় হয়। কিন্তু আব্দুর রব গংরা সকালে বিরোধীয় সম্পত্তি থেকে সুপারী পাড়তে যায়। আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ গংদের সাথে এই নিয়ে বকুল পাটোয়ারীর বাক- বিতন্ডা হয়।
একসময় বকুল পাটোয়ারী বাধা দেয়ায় এক পর্যায়ে বকুলকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ তার পরিবারের। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে। এনিয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।