Ad: ০১৭১১৯৫২৫২২
৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী

রামগতিতে জোড়া খুনের আসামি সুমন গ্রেফতার

নূর মোহাম্মদ
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি, লাখোকন্ঠঃ গতকাল ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রামগতি থানার চর বাদাম ইউনিয়নের পশ্চিম চর কলাকোপা গ্রামের আবুল বাসারের বসতঘরে সংঘটিত জোড়া খুনের মামলার আসামী জাকির হোসেন সুমনকে (৩৩) রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জাকির হোসেন সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের উকিল বড়ির জয়নাল আবেদীনের পুত্র।
জানা যায়, সুমন তার প্রাক্তন শ্বশুর আবুল বাসার (৫৮), পিতা-মৃত তোবারক আলী ও তার সাবেক স্ত্রী রাশেদা বেগম(২৩), পিতা-মৃত আবুল বাসার, উভয় সাং-পশ্চিম চর কলাকোপা, ০৯নং ওয়ার্ড, চর বাদাম ইউপি, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুরদ্বয়কে ধারালো ছুরি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে এবং শ্বাশুড়ি আংকুরি বেগমকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে ছোরা হাতে আশেপাশের লোকজনকে ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ স্থানীয় লোকজনসহ সারারাত আসামি সুমনকে গ্রেফতারের জন্য তল্লাশি চালায় এবং চেকপোস্ট করে। ১৪ সেপ্টেম্বর ভোর ০৫.৩০ ঘটিকায় রামগতি ও কমলনগর থানার সীমান্ত করুনানগর বাজার এলাকা হতে আসামীকে গ্রেফতার করে। আসামীর দেখানো মতে তার ফেলে দেওয়া ছোরা পুকুর হতে উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা যায়, বিগত ৫/৬ বছর পূর্বে আসামী সুমনের সাথে তার স্ত্রী রাশেদা বেগমের বিবাহ হয়। বৈবাহিক জীবনে আসামী জাকির হোসেন সুমন যৌতুকের জন্য বিভিন্ন সময়ে রাশেদা বেগমকে মারধর করতো, সে কারনে বিগত ৫ মাস পূর্বে রাশেদা বেগম তার পিত্রালয়ে চলে আসেন এবং আসামি সুমনকে ডিভোর্স দিয়ে গত ২১/০৮/২০২৩ইং তারিখ রাশেদা বেগম(২৩)পূনরায় আবদুল কাদের(৩৩) নামক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উক্ত বিষয়টি আসামী জানতে পেরে রাশেদা বেগমের প্রতি ক্ষিপ্ত হয় এবং ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হত্যাকান্ড ঘটায়। রাশেদা বেগমের মাতা আংকুরি বেগম বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) আসাদুর রহমান লাশের ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। জোড়া খুনের ঘটনায় রামগতি থানার মামলা নং- ১২ তারিখ- ১৪/০৯/২০২৩ইং, ধারা-৪৪৮/৩০২/৩২৬/৩০৭/৫০৬ রুজু করা হয়েছে।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।