Ad: ০১৭১১৯৫২৫২২
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী

বাগেরহাটে শরণখোলার পল্লীতে বৃদ্ধের লা’শ উদ্ধার

এস এম সাইফুল ইসলাম কবির
অক্টোবর ৩, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি, লাখোকন্ঠঃ  বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার দুপুরে থানা পুলিশ উত্তর তাফালবাড়ী গ্রাম থেকে ফুল মিয়া (৬১) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তে লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ইন্সপেক্টর (তদন্ত) সুব্রত কুমার সরদার বলেন, থানা পুলিশ মৃত্যু লাশের খবর পেয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল উত্তর তাফালবাড়ী গ্রামে গিয়ে মৃত্যু ফুল মিয়া হাওলাদারের লাশের সুরতহাল করি।

মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি তদন্ত জানান, নিহত ফুল মিয়া খালে বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে উত্তর তাফালবাড়ী খালে মাছ ধরে খাল সংলগ্ন টংঘরে ঘুমিয়ে পড়ে। সকালে সে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন টংঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে লাশ তাদের বাড়ীতে নিয়ে আসে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, টংঘরে বৃদ্ধের মৃত লাশ পাওয়ায় থানায় একটি মামলা রেকর্ড করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য উদ্ধার করা লাশ বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।