Ad: ০১৭১১৯৫২৫২২
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু চিকিৎসায় সরকারের খরচ ৪০০ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

বার্তা কক্ষ
আগস্ট ২৭, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:  দেশে দিন দিন অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামেও বাড়ছে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর চিকিৎসায় চলতি মৌসুমে এখন পর্যন্ত সরকারের ৪০০ কোটি টাকা খরচ হয়েছে। ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর জন্য সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ‘ডেঙ্গু মোকাবিলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে অংশ নেন সিটি করপোরেশনসহ সরকারি বেসরকারি নানান সংস্থা।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার করোনার মতো ডেঙ্গু চিকিৎসাও বিনামূল্যে দিচ্ছে। ডেঙ্গু চিকিৎসায় সরকারের রোগীপ্রতি খরচ ৫০ হাজার টাকা। দেরিতে চিকিৎসা নেওয়া ও দ্বিতীয়বার আক্রান্ত হওয়ায় মৃত্যু ঝুঁকি বেশি বলে ও জানান তিনি।

মন্ত্রী বলেন, ৭০ শতাংশ রোগী দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বাকিরা বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। সাধারণত দুই ধরনের ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নেয়। অনেকের প্লাটিলেট ও আইসিইউ প্রয়োজন হয়। আবার অনেকে শুধু ওষুধেই সুস্থ হয়ে যায়।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ১৮৪ জন, তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৪১১ জন। আর মৃত্যু হয়েছে ৫৩৭ জনের। এছাড়া এখনও হাসপাতালে ভর্তি ৮ হাজার ২৩৬ জন।  দেশের মোট হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে পুরুষ রোগী ৬৫ শতাংশ। ডেঙ্গুতে মৃত্যু রোগীর ৬৫ শতাংশ নারী আর ৩৫ শতাংশ পুরুষ।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানতে চান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি করপোরেশন কি কি পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি যে ওষুধ ছিটানো হচ্ছে তার গুণগত মান কেমন। এসময় শুধু বর্ষায় নয়, সারা বছর ওষুধ ছিটানোর পরামর্শ দেন মন্ত্রী।

জবাবে দক্ষিণ সিটি করপোরেশন জানায়, পরীক্ষা নিরীক্ষা করে ছিটানো হচ্ছে মশার ওষুধ। আর অঞ্চল ভাগ করে ওষুধ ছিটাচ্ছে উত্তর সিটি।

এদিকে, শিশুদের ডেঙ্গু সুরক্ষায় ২২ লাখ ৫০ হাজার ডলার অর্থ সহায়তা দিচ্ছে ইউনিসেফ।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।