অনলাইন ডেস্কঃ আপনি যদি ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান, আপনাকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। এর পরে আপনি যদি আবেদন করেন তবে আপনি পরবর্তী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। এই সময়ের মধ্যে নির্বাচনী এলাকা পরিবর্তনের আবেদনও করা যাবে। জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
সচিব বলেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতিবছর ২ মার্চ আগের বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আমরা আগের বছরের ভোটার তালিকা প্রকাশ করি। যেহেতু ১২ তম জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, তাই যারা ১ জানুয়ারী, ২০২৩ এ ভোট দেওয়ার যোগ্য হয়েছিলেন কিন্তু ভোট দিতে পারেননি, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, এই সময়ের মধ্যে কেউ ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে তারাও আবেদন করতে পারবেন। এই আবেদন ১৪ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে।