নেত্রকোণা প্রতিনিধি, লাখোকন্ঠঃ দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর শুভ উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোণায় ১২টি সেতুর ভার্চুয়ালী উদ্বোধন করেন।
এ উপলক্ষে আজ সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম খান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন , প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, জেলার সরকারী বিভিন্ন দপ্তরের অফিস প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নেত্রকোণা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন জানান ৮২ কোটি টাকা ব্যায়ে নেত্রকোণার চারটি সড়কে ১২টি সেতু উদ্বোধন করা হয়েছে। এই সেতুগুলো উদ্বোধনের ফলে নেত্রকোণার যোগাযোগ ব্যাবস্থার সহজীকরনসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধিত হবে।