ইসমাইল হোসেন,স্টাফ রিপোর্টার : গ্রেট ১ এর পদোন্নতি পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন র্যাবের মহাপরিচারক এম খুরশীদ হোসেন
বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ মার্চ ) সকালে বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ঐতিহাসিক ৩২ নম্বর বাসভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান তিনি।
প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদ সম্মেলন করেন ডিজি । সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি মহাদয় বলেন আগামী নির্বাচন নিয়ে বলেন সকল দলের অংশগ্রহণনে অবাধ সুস্ঠ নির্বাচন হবে নির্বাচন কমিশন এর অধীনে থেকে আমরা সেই দায়িত্বটাই পালন করবো আমি বিশ্বাস করি র্যাব ফোর্সের যে স্লোগান লালন করে ধারন করে বাংলাদেশ আমার অহংকার সেটাকে মাথায় রেখে এলিট ফোর্স হিসেবে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো ইনশাআল্লাহ র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডিজি মহাদয় বলেন র্যাবের ওপর সেংশন কোন সমস্যা হবে না
র্যাব ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না যখন যা হয়েছে আমরা আমাদের জবাবদিহি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েই আমাদের দায়িত্ব পালন করে থাকি