লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক: ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে সামষ্টিক অর্থনৈতিক সম্পর্কগুলোর সাথে সম্পর্কিত ধারণা বাস্তবতা থেকে অনেক দূরে বলে মনে করছে সিপিডি। ফলে বাজেটের নির্ধারিত লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য হারে অর্জন নাও হতে পারে। বর্তমান বাস্তবতায় মূল্যস্ফীতিসহ সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট ব্যর্থ হয়েছে।
আজ সকালে রাজধানীর হোটেল লেকশোরে জাতীয় বাজেট ২০২৩-২৪ সিপিডির পর্যালোচনার সারমর্মে এসব কথা বলা হয়েছে।
সামগ্রিকভাবে, ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট চলমান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো অস্বীকার করা হয়েছে এবং পর্যাপ্ত প্রতিকারমূলক ব্যবস্থার প্রস্তাব করা হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।