লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান (৮১) মারা গেছেন। গতকাল রোববার রাত ১১ টার দিকে নগরীর ধোপাখলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেন সাবেক এই নেতার ছেলে এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িযে পড়লে হাজারো নেতা-কর্মী, বিবিন্ন রাজৈনতিক, সামাজিক- সাংস্কৃতিক, পেশাজীবি ও সকল শ্রনী পশার মানুষ হাসপাতালে ভীড় জমান।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেযারম্যান, আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। ২০১৪-১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে টেকনোক্র্যাট কোটায় ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৮৬ ও ২০০৮ সালে তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে রাজনীতির পাশাপাশি দীর্ঘ সময় নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজের (মিন্টু কলেজ) অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহের আকুয়ায় জন্মগ্রহণ করেন মতিউর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।