আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব:সৌদিআরবের দাম্মাম শহরে একটি সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধা বাবুল মিয়া (৪৫) নামের একজন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বাবুল মিয়া বি বাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার ধারিয়ার চর বাজারের মৃত আবদুল খালেকের সন্তান ।
তথ্যে জানা যায়, সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে তমিজ (রুটি) আনতে রাস্তা পার হচ্ছিলেন এমন সময় দ্রুতগতির একটি সৌদি নাগরিকের গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুল মিয়ার।
নিহত বাবুল মিয়া দীর্ঘ ১৫ বছর যাবত দাম্মাম জুবাইলে কর্মরত ছিলেন । এক ছেলে ও এক মেয়ের জনক বাবুল মিয়া ছুটিতে ক’দিন পরেই বাংলাদেশে যাবেন বলে প্রিয়জনের জন্য কেনাকাটা শেষ করেছিলেন বলে জানা যায় । ঘটনাস্থল হতে পুলিশ ঘাতক গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে।
নিহত বাবুল মিয়ার মৃত্যু সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে । নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।