লাখোকন্ঠ ভোলা প্রতিনিধি:আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য মাঠে থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ভোলায় বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর সংলগ্ন হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল রাষ্ট্রপ্রধান উল্লেখ করে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন।
তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলেই গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। মানুষ এখন ভালো আছে। বিএনপি তো তাদের সময়ে মানুষকে শান্তি দেয়নি। মানুষ বিএনপির অত্যাচার নির্যাতনের কথা আজও ভুলে যায়নি।
তোফায়েল আহমেদ বলেন আগামী নির্বাচনের জন্য গ্রামে গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্গ থাকতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্তমাহামুদ জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নোকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিম উদ্দিন নাজু, পৌর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব পাল কানাই।
পরে তোফায়েল আহমেদ তার গ্রামের বাড়ি কোরালিয়ায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পাশপাশি জুমার নামাজ আদায় করেন।