লাখোকণ্ঠ ঢাকা প্রতিনিধি: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকরা যাতে অহেতুক হয়রানির শিকার না হোন সে ব্যাপারে মন্ত্রী হিসেবে আমি সবসময় সাংবাদিকদের পাশে আছি। আজ বৃহস্পতিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ সব মানুষদের ডিজিটাল সিকিউরিটি দেওয়ার জন্যই করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই আইন বাতিল করার প্রশ্নই আসে না। কিন্তু এই আইনের অপব্যবহার করে কেউ যাতে সাংবাদিকদের হয়রানি না করে সে ব্যাপারটা অবশ্যই দেখা হবে।
তবে ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের’ কিছু ধারা পরিবর্তন করা যায় কিনা সেটা নিয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানান হাছান মাহমুদ।
তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু ধারা পরিবর্তন করা যায় কি না এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করছে। কোনোভাবেই যাতে সাংবাদিকরা এই আইনে হয়রানি না হয় সেটা দেখছে সরকার।
‘যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের ডিজিটাল সিকিউরিটি সংক্রান্ত যেসব আইন রয়েছে সেগুলোতে শাস্তির বিধান অনেক কিন্তু সে তুলনায় বাংলাদেশের এই আইন অনেক সহজ। শাস্তির পরিমাণও কম’, বলেন তথ্যমন্ত্রী।