Ad: ০১৭১১৯৫২৫২২
২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

যত দ্রুত এ সরকারের বিদায় হয়, ততই এদেশের কল্যাণ : ড. মোশাররফ

বার্তা কক্ষ
মার্চ ৪, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণ জানে, কীভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে হয় মন্তব্য করে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যত দ্রুত এ সরকারের বিদায় হয়, ততই এদেশের কল্যাণ। আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমাদের দাবি মানা না হলে, দেশের জনগণ জানে, কীভাবে তাদেরকে বিদায় করতে হয়।’

শনিবার যাত্রাবাড়ীর ডেমরা রোডে নবী টাওয়ারের সামনে থানা বিএনপির পদযাত্রার আগে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে পদযাত্রায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদল সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. মোশাররফ বলেন, ‘এই সরকারকে বিদায় করতে না পারলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না এবং নির্বাচন হবে না। এ দেশের মানুষকে বাঁচাতে হলে, অর্থনীতিকে বাঁচাতে হলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, এই সরকারকে বিদায় করতে হবে। তাদের বিদায় করতে না পারলে দেশের মানুষ বাঁচবে না।’



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।