Ad: ০১৭১১৯৫২৫২২
৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী

সমাবেশে গিয়ে আটক ছাত্রদল নেতা, খবর শুনে বাবার মৃত্যু

নিউজ রুম
অক্টোবর ২৯, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

লাখোকন্ঠ অনলাইন ডেস্কঃ ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ছেলে গ্রেফতার হওয়ার খবর শুনে স্ট্রোকে মৃত্যু হলো বাবা মো. লুৎফর রহমানের।

শনিবার (২৮ অক্টোবর) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মোঃ লুৎফর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুমের বাবা।

পারিবারিক সূত্র জানায়, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার পথে ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ খবর পাওয়ার পরে বাবা লুৎফর রহমান স্ট্রোকে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

লুৎফর রহমানের বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, আব্বু আগে থেকেই অসুস্থ ছিল। এ দিন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়। এ দিন ছোট ভাই পুলিশের হাতে আটক হওয়ার খবর শুনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবাহক আশেক ইলাহী মুন্না জানান, ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার সময় আব্দুল্লাহ আল কাইয়ুমকে পুলিশ আটক করে। এ খবর শোনার পরে তা বাবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।